Posts

Showing posts from April, 2018

ভিজবো না আর কথায়

Image
ভিজবো  না আর কথায় নীলাঞ্জন বন্দোপাধ্যায় (১) পূর্ণিমার অন্ধকার, অমাবস্যার আলো তোমার আমার সম্পর্কের নাম না থাকাই ভালো It is better that our relationship remains unnamed let it be the gloom of full moon or the refulgence of a moonless night (২) বৃষ্টি হলেই ভিজবো এবার ভিজবো না আর কথায় বৃক্ষ হতে চেয়ে আমি জড়িয়ে গেলাম লতায় I shall wet in the rain Never ever in a proposition I desired to be a tree But ended up entwined in vines (৩) নদী পথ ভুলে মধু হয়ে ঘুমিয়েছে ফুলে River Lost its stream Into nectar Now she slumbers Into flowers (৪) যখন হাটি, কেমন দেখায় সবাই জানে, দেখিনি আমি একাই When I walk How I walk The world knows I am the only one Who knows not (৫) ভীষণ কাছে গেলে কিছু দেখতে পাই না দেখার জন্য তেমন দূরে যেতেও চাই না Proximity Blinds my eyes Yet I desire not to go far To catch a sight of thine (৬) অনেক স্নানের পর জন্মদাগ মোছে না যেমন তুমিও তেমন Even after a thousand ablution Birthmarks never dim So are thee (৭) ভ